সিরাজগঞ্জে এক প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১৭:২৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাসিলদহ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মৎস্য ও পশুখাদ্য তৈরির লাইসেন্স না থাকায় এ জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উক্ত এলাকায় একটি রাইস মিল লাইসেন্সবিহীন মৎস্য ও পশুখাদ্য তৈরি করে নিয়মিত বাজারে বিক্রি করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যার দিকে অভিযান চালানো হয়। এ অভিযানে মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানের মালিককে উল্লেখিত টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।