নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকালে নাটোর স্টেশন সংলগ্ন বাফার সার গোডাউন এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। তবে নিহত ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।
নাটোর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর এএসআই আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্টেশনের নিরাপত্তা বাহিনীর এএসআই আবু তালেব জানান, বুধবার সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশনের দক্ষিণে বাফার সার গোডাউন এলাকায় কাটা পড়ে এক অজ্ঞাত নারী। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়েছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।