নেত্রকোনার অথৈ জলরাশি বেষ্টিত নির্জন দ্বীপ-সদৃশ শশ্মান থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। গতরাতে (বুধবার রাতে) ফেসবুকে ভাইরাল এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্ঠি হয়েছে।
এর আগে মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর গ্রাম এলাকার বিখ্যাত ডিঙ্গাপুথা হাওরের মধ্যবর্তী চৌরাপাড়া শশ্মান ঘাট থেকে নবজাতকটি উদ্ধার করে স্থানীয়রা।
জানা যায়, মোহনগঞ্জের মান্দারুয়া গ্রামের সরাজ মিয়ার স্ত্রী জয় বানু তার ছেলে তপন মিয়াকে নিয়ে মঙ্গলবার বিকেলের দিকে নৌকায় করে চৌরাপাড়া শশ্মান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই শশ্মান ঘাটের দিক থেকে তাদের কানে শিশুর কান্নার আওয়াজ আসে। আশপাশে কোন লোকজন ছিল না। এতে প্রথমদিকে তারা ভয় পেয়ে যান। পরে মায়াপরবশ হয়ে তারা নৌকা ভিড়িয়ে শশ্মান ঘাট থেকে পরিত্যক্ত অবস্থায় নবজাতকটিকে উদ্ধ্বার করে বাড়ি নিয়ে গিয়ে প্রতিবেশীদের জানান। অনেকেই নবজাতকের ছবি তুলে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
জয় বানু বলেন, নবজাতকের যত্নের কোন ত্রুটি হচ্ছে না। তাকে কৌটার দুধ খাওয়ানো হচ্ছে। শারিরিক কোন সমস্যা নেই। আসল বাবা-মাকে খোঁজে পাওয়া না গেলে শিশুটিকে আমিই লালন-পালন করব।
এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিসার মাসুল তালুকদার স্থানীদের বরাতে জানান, মান্দারুয়া গ্রামের জয় বানু ডিঙ্গাপুথা হাওরের চৌরাপাড়া শশ্মান ঘাট থেকে পরিত্যক্ত এক নবজাতক (কন্যা) উদ্ধার করেছেন। নবজাতকের বয়স এক বা দুইদিন হতে পারে। হয়ত কেহ নিজেদের পাপ আড়াল করার লক্ষ্যে নবজাতকটিকে বিষর্জন দিয়েছে।
তবে, জয়বানুর কোলে শিশুটি ভালোই আছে। তার বাবা-মা’কে খোঁজে বের করার চেষ্ঠা করা হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। প্রশাসনের পরামর্শ অনুযায়ী করণীয় ঠিক করা হবে।