সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১৯:৪৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ শাহের (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। আব্দুল্লাহ শাহের রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভাটোপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ দন্ডাদেশ দেন। ওই আদালতের পিপি আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০২১ সালের ৯ জুলাই সিরাজগঞ্জের সলঙ্গায় শামীম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব সদস্যরা।
এ সময় ওই মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩২১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে র্যাবের ডিএডি মোশতাক আহম্মেদ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক তার বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।