নেত্রকোণায় ফেরি ডুবি, নিখোঁজ ৩
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ১৩:২৮ | অনলাইন সংস্করণ
নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণায় কংসনদে ফেরি ডুবিতে ৩ যাত্রী নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন এলাকার ডেউটুকুন গ্রামের রেনু মিয়ার ছেলে মাহাবুব (১২) ও স্বপন মিয়া (২৫)।
বুধবার (৫ জুলাই) সন্ধ্যার দিকে জেলার কংসনদের দুর্গাপুর উপজেলার কৈলাটি নতুনবাজার ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ওই এলাকায় কংস নদের একপাড়ে পুর্বধলা উপজেলার জামতলা ও ওপাড়ে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৈলাটি নতুনবাজার অবস্থিত। বুধবার সন্ধ্যার দিকে একটি ফেরিনৌকায় করে আনুমানিক ২৩ জন যাত্রী জামতলাবাজার ঘাট থেকে নতুনবাজার ঘাটে যাচ্ছিলেন। যাত্রী সংখ্যার তোলনায় নৌকাটি ছিল বেশ ছোট। তীরে ভীড়ার আগে যাত্রীদের মাঝে একপ্রকার অস্থিরতা দেখা দেয়। এক পর্যায়ে প্রবল স্রোতের টান ও হুরোহুরিতে ডুবে যায় নৌকাটি । এ সময় ২০ যাত্রী সাঁতরে তীরে আসতে সক্ষম হলেও দুই ভাই মাহাবুব ও স্বপন এবং অজ্ঞাত এক যাত্রী পানিতে তলিয়ে নিখোঁজ হয়। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাই স্বপন মিয়াও স্রোতের টানে নিখোঁজ হয় বলে অনেকেই জানিয়েছেন।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, নিখোঁজ এক ব্যক্তির সন্ধানে ফায়ার ব্রিগেড অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।