চিকিৎসা ও ব্যবস্থাপনায় অভূতপূর্ব উন্নয়নের জন্য জেলার শ্রেষ্ঠ হাসপাতালের পুরস্কার অর্জন করেছে ‘মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল’।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সভাকক্ষে আসন্ন বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাসপাতালের আবাসিক কর্মকর্তা এ.কে.এম রাসেলের হাতে এ সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ।
উল্লেখ্য, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল গত ৫ জানুয়ারী দেশের ‘শ্রেষ্ঠ নারীবান্ধব জেলা হাসপাতাল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) এ.কে.এম রাসেল বলেন, এ পুরষ্কার সকল চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও প্রতিশ্রুতিবদ্ধ সেবাদানের ফসল।