অজ্ঞাত দুর্বৃত্তের হামলায় আহত বৌদ্ধ ভিক্ষু ধর্মজ্যোতির মৃত্যু
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ২১:০১ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ায় রাতের আঁধারে আহত বৌদ্ধ ভিক্ষু ধর্মজ্যোতি (৭০) কে বাঁচানো যায়নি। তিন দিন চিকিৎসাধিন থাকার পর বুধবার (৫ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেছেন।
ধর্মজ্যোতি উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধবিহারের অধ্যক্ষ ছিলেন। গত রোববার (২ জুলাই) রাতের যে কোন সময় আঘাতপ্রাপ্ত হন তিনি। সোমবার (৩ জুলাই) সকালে বৌদ্ধবিহারের একটি কক্ষ থেকে ধর্মজ্যোতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়।
নিহতের ছেলে সুমন বড়ুয়া জানান, ১৬-১৭ বছর আগে ধর্ম পালনের উদ্দেশ্যে সংসার ত্যাগ করেন বাবা। গত ৭ বছর ধরে তিনি মরিচ্যার শ্রাবস্তী বিহারের অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। তাঁর সঙ্গে কারও শত্রুতা ছিল না। রোববার রাতে কে বা কারা ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় তাঁকে ফেলে যায়। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। বুধবার রাতে তার মৃত্যু হয়েছে।
মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া বলেন, ‘টাকার লোভে এলাকার উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিত এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতিমধ্যে আহত হওয়ার কারণ হিসেবে টাকার লোভে উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিত ঘটনাটি ঘটিয়েছে বলে দাবি করা হয়েছিল। কিন্তু আহত ভিক্ষু অসাবধানতার কারণে নিজেই পড়ে গিয়ে আহত হয়েছে বলে জানিয়েছিলেন।