ঢাকা ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

ব্রিজের মধ্যে গর্ত, হাজারো মানুষের দুর্ভোগ

ব্রিজের মধ্যে গর্ত, হাজারো মানুষের দুর্ভোগ

জনগুরুত্বপূর্ণ সড়কের একটি ব্রিজের মধ্যে সৃষ্টি হওয়া গর্ত দীর্ঘদিনেও সংস্কার না করায় প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কয়েক হাজার বাসিন্দাদের। ঘটনাটি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার গৈলা থেকে বড়ইতলা সড়কের বড়ইতলা এলাকার।

স্থানীয় বরুণ বাড়ৈ বলেন, আয়রন ষ্ট্রাকচার ব্রিজের মাঝখানে দীর্ঘদিন পূর্বে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিনেও ব্রিজটি সংস্কার না হওয়ায় এখন মরন ফাঁদে পরিণত হয়েছে। তিনি আরও জানান, ওই ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। যেকারণে ব্রিজে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা লেগেই রয়েছে। সংশ্লিষ্ট এলজিইডি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একাধিকবার বিষয়টি জানিয়েও কোন সুফল মেলেনি বলেও তিনি (বরুণ) উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৈলা ইউনিয়নের গৈলা-বড়ইতলা সড়কের বড়ইতলা নামক এলাকায় প্রায় বিশ বছর পূর্বে আয়রণ স্ট্রাকচারের ওই ব্রিজটি নির্মাণ করা হয়। বিগত চার বছর পূর্বে ওই ব্রিজের গোড়ায় ভেঙে রড বের হয়ে বড় গর্তের সৃষ্টি হয়। ওই গর্তের কারণে ব্রিজ দিয়ে হালকা যানবাহন ও যাত্রী নামিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি ব্রিজটি দিয়ে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তী বলেন, চলতি অর্থবছর শেষ হয়েছে। তাই নতুন বরাদ্দ নেই। তারপরেও সরেজমিন পরিদর্শন করে জরুরী ফান্ড থেকে সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রিজ,গর্ত,ভোগান্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত