ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে অনুষ্ঠিত হল মৌসুমী ফলের উৎসব

সাভারে অনুষ্ঠিত হল মৌসুমী ফলের উৎসব

গ্রীষ্মকালীন বিভিন্ন ফল বিতরণের মধ্যে দিয়ে সাভারের ভাকুর্তায় অনুষ্ঠিত হল মৌসুমী ফল উৎসব।

বৃহস্পতিবার দুপুরে ‘নিয়মিত ফল খেলে সবধরণের পুষ্টি মেলে’ এই প্রতিপাদ্যকে ধারণ করে ফল উৎসবের আয়োজন করে ভাকুর্তা ইউনিয়ন পরিষদ।

এসময় উৎসবের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এবারের উৎসবে ইউনিয়নের প্রায় দুই হাজার অসহায় ও দুস্থ পরিবারের হাতে বিনামুল্যে ফলের ঝুড়ি তুলে দেওয়া হয়। বিতরণ করা ফলের মধ্যে ছিলো- কাঁঠাল, আম, আনারস, পেয়ারা, লটকনসহ বিভিন্ন গ্রীষ্মকালীন ফল।

সাভার,ফল,উৎসব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত