ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সীতাকুণ্ডে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সীতাকুণ্ডে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসা নিখোঁজ পর্যটক মেহেদী হাসানের (১৬) লাশ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তাকে উদ্ধার করা হয়।

সে কুমিল্লা জেলার বরুরা থানার গোবিন্দপুর গ্রামের ওমর ফারুকের পুত্র। সে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে কুমিল্লা থেকে ১৪ জনের একটি দল গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তারা সবাই মিলে দুপুরে সমুদ্রে গোসল করতে নামে। একপর্যায়ে সমুদ্রের ঢেউয়ের স্রোতে মেহেদি গভীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে সেখানে যোগ দেয় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে স্থানীয়রা বালির স্তূপে একটি লাশ দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেন। পরে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

সীতাকুণ্ড কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক এনামুল হক বলেন, সকালে স্থানীয়রা নিখোঁজ হওয়া স্থান থেকে আরো পশ্চিমে বালি চাপা দেওয়া একটি লাশ দেখতে পেয়ে আমাদেরকে খবর দেন। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে ছেলের বাবা লাশটি সনাক্ত করেন। তিনি বলেন, বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিখোঁজ,পর্যটক,লাশ,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত