ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রোজিনাকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। রোজিনা একই এলাকার বাঁখুয়া গ্রামের কুদ্দুসের মেয়ে।

উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, স্বামী-স্ত্রী পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে ওই নারী মাদক ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কথিত স্বামী মোন্নাফকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,মাদক,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত