ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লক্ষ্মীপুরে ওসি সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

লক্ষ্মীপুরে ওসি সহ ৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), শহর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এবং এসআই সহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এক গৃহবধূ।

নির্যাতন এবং হেফাজতে মৃত্যু, নিবারণ আইন ১৩ এর ধারা ১৩(১) ও ২। আইনে মামলা করা হয়।

লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে গৃহবধূ দেলোয়ারা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

অভিযুক্তরা হলেন- লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির অফিসার ইনর্চাজ জহিরুল আলম, এসআই জুয়েল। মামলার সূত্র থেকে জানা যায় গত ৩ জুলাই ২০২৩ ইং এস আই জুয়েল প্রতিন্ধী আরিফ হোসেনকে নিজ ঘর থেকে তুলে নিয়ে শারিরিক ও মানসিক নির্যাতন করে অবৈধভাবে আটক রাখে। গত ৪ জুলাই বাদিনীর ছেলেকে দেখতে গিলে মায়ের সামনে ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে, নির্যাতন করে, থানাকে অবগত করলে ৭০ হাজার টাকা দাবি করে অভিযুক্তরা। ন্যার বিচার পাওয়ার লক্ষে আদালতে এ মামলা করেন দেলোয়ারা বেগম।

এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানা ওসি মোসলেহ জানিয়েছেন, টাকা এবং নির্যাতনের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

এর লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রবাসী ও তার পরিবারের তিনজনকে থানায় আটকে রেখে নির্যাতন ও মুচলেকা রাখার অভিযোগ এনে তিনি এই মামলা দায়ের করেন।

লক্ষ্মীপুর,আদালত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত