সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০১:২৭ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সন্মেলন উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাজমুল হুদা টিটো’র সভাপতিত্বে এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ভিপি শাহ জালাল মুকুল। এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কে এম মনোয়ারুল ইসলাম বিপুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, সদস্য ইমেলদা হোসেন দীপা, নজরুল ইসলাম, মোতালেব হোসেন অপু।
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মারুফ হোসেন সুনাম, সলঙ্গা থানার সভাপতি ইমরান হাসান লিংকন, উল্লাপাড়া উপজেলার সভাপতি মোবারক হোসেন, চৌহালী উপজেলার সভাপতি রবিউল ইসলাম, এনায়েতপুর থানা আহবায়ক শাহ আলম, তাড়াশ উপজেলার সভাপতি আব্দুল খালেক, বেলকুচি উপজেলার সাধারণ সম্পাদক কামাল হোসেন, রায়গঞ্জ উপজেলার সভাপতি মেহেদী হাসান ইলিয়াস, কামারখন্দ উপজেলার সাধারণ সম্পাদক সাইফুল বাবু, কাজীপুর উপজেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমূখ। এ বর্ধিত সভায় ৯ জুলাই সিরাজগঞ্জ জেলা কমিটির সন্মেলন সফল করার জন্য নেতাকর্মীদের আহবান জানানো হয়।