সুইডেনে সরকারের ছত্রছায়ায় মহাগ্রন্থ আল কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মানিকগঞ্জের সর্বস্তরের তাওহিদী জনতা।
শুক্রবার (০৭ জুলাই) বাদ জুমা বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রফিক চত্বরের খাল পাড় এলাকায় সমাবেশ করে।
সমাবেশে মানিকগঞ্জ জলার সর্বস্তরের তাওহিদী জনতার পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা যুবায়ের হাসান ফয়জী, মুফতি আব্দুল্লাহ আল ফিরাজ,মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আ. আউয়াল, হাফেজ মাওলানা মো. মুরাদ হোসাইন, মাওলানা জাকিরুল ইসলাম খান, হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, আশিকুল ইসলাম ছানোয়ার, মাওলানা মনোয়ার হাসান প্রমূখ।
এসময় বক্তারা সুইডেন সরকারের ছত্রছায়ায় মহাগ্রন্থ আল কুরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন এবং সুইডেনের তৈরী সকল প্রকার পণ্য বর্জনের আহ্বান জানান।