ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে, ৬ দিনে আক্রান্ত ৩০ জন 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে, ৬ দিনে আক্রান্ত ৩০ জন 

চাঁদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতার সূত্র থেকে জানা গেছে, ৬ দিনে চাঁদপুর ২৫০শয্যা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০ জন গুরুত্বর অবস্থায় ভর্তি হয়েছে। এ পর্যন্ত ৬ জনকে ঢাকা রেফার করা হয়েছে।

এরা হাসপাতালের দ্বিতীয় তলায় পুরুষ ওয়ার্ডে ও চতুর্থ তলায় মহিলা ওয়াার্ডে চিকিৎসাধীন রয়েছে।এদিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ হাসপাতালে আলাদা ইউনিট স্থাপন করা হয়েছে।

খবর নিয়ে জানা গেছে, চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চলতি মাসের ২ জুলাই থেকে ৭ জুলাই বিকেল পর্যন্ত ৬ দিনে ৩০ জন নারী-পুরুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । এর মধ্যে পুরুষ ওয়ার্ডে ২৩ জন ও মহিলা ওযার্ডে ৭ জন রোগী ভর্তির পর গুরুত্বর অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে গেলো এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত গত তিন মাসে হাসপাতালে ৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন । এ বিষয়ে তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর।

শুক্রবার (৭ জুলাই) দুপুর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০ জন। এদের মধ্যে কয়েক জন ঢাকায় আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিতে এসেছেন।

ডেঙ্গু আক্রান্তদের গুরুত্বসহকারে আলাদাভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে ডাক্তারদের নিয়ে ১০ সদস্যের কমিটি গঠন করেছে।

এদিকে চাঁদপুর শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার নামে অতিরিক্ত ফি আদায় রোধে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন। অভিযানকালে ৭টি প্রতিষ্ঠান থেকে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের আর এমও মাহমুদুন্নবী মাসুম জানান, চাঁদপুরেও আস্তে আস্তে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করছে।

ইতোমধ্যে আমরা ৬ জনকে ঢাকা রেফার করেছি। এখনো ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। পুরুষ এবং মহিলা ওয়ার্ডে আলাদাভাবে আমরা ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিচ্ছি এবং বিশেষ ভাবে চিকিৎসার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো: মাহবুবুর রহমান জানান, আক্রান্তদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পুরুষ ওয়ার্ডে ৮টি বেডের আলাদা ইউনিট করে রেখেছে।

চাঁদপুর,ডেঙ্গু জ্বর,আক্রান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত