ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে ফ্ল্যাটের ভিতর মদের কারখানা, গ্রেফতার ২

সাভারে ফ্ল্যাটের ভিতর মদের কারখানা, গ্রেফতার ২

সাভারে একটি ফ্ল্যাটে মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখান অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা। এরআগে শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশ মদ তৈরির মূল হোতা দিপা ও দিলুকে গ্রেপ্তারের পাশাপাশি মদ তৈরির বিভিন্ন সরঞ্জামদি জব্দ করা হয়।

পুলিশ জানায়, সাভার পৌর এলাকার বনপুকুর বৌ বাজারের পাশে পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে মদ তৈরি করা হতো। সেই মদ বিভিন্ন এলাকায় ডিলারের মাধ্যেেম বিক্রি করে আসছিল চক্রটি।

পরে স্থানীয়রা মদ তৈরির বিয়টি বুঝতে পেরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই জনকে হাতেনাতে গ্রেপ্তার ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাভার,মদ,তৈরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত