ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে খেয়া পারাপারের সময় নদীতে পরে কৃষক নিখোঁজ

মানিকগঞ্জে খেয়া পারাপারের সময় নদীতে পরে কৃষক নিখোঁজ

মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে খেয়াঘাট পারাপারের সময় নৌকা থেকে পড়ে শাজাহান মিয়া নামে এক কৃষক নিখোঁজ হয়েছে। ৫ ঘন্টা চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি ডুবুরিদল।

শনিবার সকালে সাটুরিয়া উপজেলার রাজৈর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

জানা গেছে,উপজেলার বরাইদ ইউনিয়নের গোপালপুর বউ বাজার গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো.শাজাহান মিয়া ঘাস কাটার জন্য সকাল সাড়ে ৭টার সময় চরতিল্লী চরে যান। ঘাস কাঁটা শেষ করে সকাল ৯টায় খেয়া পার হওয়ার সময় তিনি মাঝ নদীতে নৌকা থেকে পরে যান। এসময় প্রবল স্রোতে নৌকা এদিক সেদিক কাত হতে থাকে। নদীতে স্রোত বেশি থাকায় পারাপারের নৌকায় থাকা যাত্রীরা তাকে কোন উদ্ধার সহায়তা করতে পারেনি।

রাজৈর খেয়াঘাটের পাটনি মো. রুবেল মিয়া বলেন, সকালে রাজৈর ঘাট থেকে ওপারে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন তিনি। ঘাস কাঁটা শেষ করে ঘাসের বোঝা মাথায় নিয়ে নৌকায় ওঠেন। খেয়া মাঝ নদীতে এলে প্রবল স্রোতের মুখে পরে। সে সময় নৌকা ঢেউয়ে ঢুলতে থাকলে নদীতে পরে যায় শাহাজান মিয়া। তাকে উদ্ধারের চেষ্টা করে আমরা ব্যর্থ হযই। পরে ডুবুরিদল খরব দেওয়া হয় বলে জানান তিনি।

এয়ারহাউজ ইন্সেপেক্টর ফায়ার সার্ভিস শিবালয় মানিকগঞ্জের ইনচার্জ মো. মুজিবুর রহমান বলেন, আমাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্ন ঘটছে। তবে ধারণা করা হচ্ছে প্রবল স্রোতের কারণে শাহজাহান অনেক দূরে ভেসে গেছেন।

মানিকগঞ্জ,খেয়াঘাট,নিখোজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত