ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

তারা হলো, রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় মজিদপুর গ্রামের মৃত তারা কেতু মিয়ার ছেলে লাল মিয়া ওরফে লালন (৪০), একই গ্রামের বাবলু মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০) ও রাশেদুল ইসলামের স্ত্রী নাজমিন খাতুন (২৮)। ওসি ডিবি (ভারপ্রাপ্ত) রওশন আলী শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার), পিপিএম’র (বার) দিক নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থ্পান করা হয়। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ ওই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মাদক,ব্যবসায়ী,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত