ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ক্রিকেট খেলায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জে ক্রিকেট খেলায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত আব্দুল কাদেরের (৩৬) মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার রাজাখার চর গ্রামের সোহরাব আলীর ছেলে। সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার রাজাখার চর ও বড় হামকুড়িয়া পশ্চিমপাড়ার গত ৬ জুলাই ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে আব্দুল কাদের গুরুতর আহত হয়। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় সে মারা যায়। পুলিশ তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,ক্রিকেট,সংঘর্ষ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত