ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকার, অধ্যক্ষ গ্রেফতার

নারায়ণগঞ্জে মাদরাসা ছাত্রকে বলাৎকার, অধ্যক্ষ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রসাটির প্রিন্সিপাল হাফেজ আবু বক্কর সিদ্দিককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত হাফেজ আবু আক্কর সিদ্দিক পিরোজপুর জেলার নাজিরপুুর থানার রুহিতলাবুনিয়ার আব্দুর রব কাজীর পুত্র ও ফতুল্লার মাসদাইর কবরস্থানের বিপরীতে নুরে মদিনা তাফিজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল।

শনিবার (৮ জুলাই) বিকেলে তাকে মাসদাইর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বলৎকারের শিকার মাদ্রাসা ছাত্রের বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলায় উল্লেখ করা হয়, আবাসিক ছাত্র হিসেবে বাদীর পুত্র মাদ্রাসাটির হেফজ খানায় পড়ালেখা করে আসছিলো। জুন মাসের ২৭ তারিখ মাদ্রাসাটি বন্ধ করে দিলে বাদীর পুত্র বাসায় চলে আসে। শনিবার (৮ জুলাই) সকাল নয়টার দিকে বাদী তার পুত্রকে মাদ্রাসায় দিয়ে আসতে চাইলে সে মাদ্রাসায় যেতে অপারগতা প্রকাশসহ কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে বাদীর পুত্র তাকে এবং তার স্ত্রীকে জানায় যে মাদ্রাসা বন্ধের পূর্বের দিন (২৬ জুন) দুপুর বারোটার দিকে মাদ্রসাটির চতূর্থ তলার অফিস কক্ষে নিয়ে বলাৎকার করে। এছাড়া আরো একাধিকবার বিভিন্ন সময় বিভিন্ন তারিখে তাকে বলাৎকার করা হয়েছিলো বলে বাদীকে জানায় বাদীর পুত্র।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহসীন মিয়া জানান, এ বিষয়ে মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

ছাত্র,বলাৎকার,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত