ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

নাটোরে প্রতিপক্ষের হামলায় ২ যুবক আহত

নাটোরে প্রতিপক্ষের হামলায় ২ যুবক আহত

নাটোরের গুরুদাসপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল আহমেদ ও শিবলু হোসেন নামে দুই যুবক আহত হয়েছেন।

রোববার (৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়িহাসমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- দড়িহাসমারী গ্রামের আন্নাছ আলীর ছেলে রাসেল আহমেদ ও একই এলাকার রঞ্জু ইসলামের ছেলে শিবলু হোসেন।

আহতরা জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দড়িহাসমারী গ্রামের বাবলু ইসলামের ছেলে আসিফ উদ্দিন, সেরভান প্রাং এর ছেলে রাব্বি হোসেন এবং পলানের ছেলে রাকিবের সাথে কথাকাটাকাটি হয়। পরে রোববার সকালে দড়িহাসমারী মোড়ে শিবলু ও রাসেল বসে ছিলেন।

এ সময় পূর্ব পরিকল্পনা করে হাতে ধারালো ছুরি ও কেচি নিয়ে তাদের দুইজনের উপর এলাপাথারি মারধর ও আঘাত করে পালিয়ে যায়। এসময় তাদের চিৎকারে স্থানীরা এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের শরীরে বিভিন্ন স্থানে ছুরির আঘাত ও রক্তাত্ত জখমসহ আঘাতের চিহ্ন রয়েছে।

গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, খবর পেয়ে তৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুই,যুবক,আহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত