ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শেবাচিমে ডেঙ্গু রোগীদের জন্য নতুন ইউনিট চালু

শেবাচিমে ডেঙ্গু রোগীদের জন্য নতুন ইউনিট চালু

২৪ ঘন্টায় বরিশাল বিভাগে ১১০ জন নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। যারমধ্যে শুধু বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) ভর্তি হয়েছে ৪৭ জন।

রবিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যানুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ জন।

এছাড়া বাকি রোগীরা পিরোজপুর, বরগুনা ও ভোলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে রোগীর চাঁপ সামলাতে করোনা ইউনিটের মত আলাদা ডেঙ্গু রোগীদের জন্য দুইটি ইউনিট চালু করেছে শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের নতুন ভবনের নিচে (করোনা ভবন) পুরুষ ও নারী ডেঙ্গু রোগীদের জন্য আলাদা দুইটি ইউনিট চালু করা হয়েছে। ইতোমধ্যে ওই ইউনিটে রোগী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, হাসপাতালের সকল ইউনিটের প্রধান, সহকারী রেজিষ্ট্রার ও নার্স ইনচার্জদের তাদের স্ব-স্ব ইউনিটে ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের নবসৃষ্ট ডেঙ্গু কর্ণারে স্থানান্তরের নির্দেশ প্রদান করা হয়েছে।

পরিচালক আরও বলেন, ডেঙ্গু কর্ণারে নারী ও পুরুষ মিলিয়ে মোট ৮০ জন রোগী চিকিৎসা গ্রহণ করতে পারবেন। রোগীদের জন্য মশারী, পরীক্ষাসহ সবধরণের ব্যবস্থা করা হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় ডাক্তার ও নার্সদের কোন সংকট নেই বলেও তিনি উল্লেখ করেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যানে জানা গেছে, চলতি মৌসুমে বরিশাল বিভাগে রবিবার সকাল পর্যন্ত ৮৯৮ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদেরমধ্যে ৭৩১ জন চিকিৎসায় সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে চলে গেছে। পাশাপাশি চিকিৎসাধীন রয়েছেন ১৯১ জন এবং মৃত্যু হয়েছে একজনের।

ডেঙ্গু,আক্রান্ত,রোগী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত