ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় ২ যুবক গ্রেফতার 

সিরাজগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় ২ যুবক গ্রেফতার 

সিরাজগঞ্জের সলঙ্গায় থানার দত্তকুশা গ্রামে পর্ণোগ্রাফি মামলায় ২ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। তারা হলো, ওই গ্রামের মোস্তাকিন হোসেন (১৯) ও আব্দুর রহিম (১৯)। র‌্যাব -১২’র কোম্পানী কমান্ডার আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় রোববার গভীর রাতে ওই গ্রামে অভিান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে এক নারীকে কু প্রস্তাব ও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল এবং তাদের কথায় রাজি না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। পরবর্তীতে তারা সুযোগ বুঝে ওই নারীর অর্ধনগ্ন ছবি ও ধর্ষণের চেষ্টার দৃশ্যের ভিডিও ধারণ করে।

এ ভিডিও ফুটেজের জের ধরে ওই নারীর কাছ থেকে ২০ হাজার টাকা দাবী এবং শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয় তারা। ধারণকৃত ভিডিও ফুটেজ বিভিন্ন প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করার হুমকিও দেয়া হয়। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

মামলা,যুবক,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত