ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মানিকগঞ্জে ডাকাতের আক্রমণে পুলিশ সদস্য আহত, গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

মানিকগঞ্জে ডাকাতের আক্রমণে পুলিশ সদস্য আহত, গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মেঘশিমুল এলাকায় ডাকাতি করে পালানোর সময় গণধোলাইয়ে এক ডাকাতের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ডাকাতের আক্রমণে আহত হয়েছেন পুলিশ কনস্টেবল।

রোববার (৯ জুলাই) বেলা সাড়ে ১১ টায় মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত পুলিশ কনস্টেবলের নাম রাকিব হাসান। তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত আছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ জুলাই) দিবাগত রাত সোয়া ২ টার দিকে যানবাহন থামিয়ে ডাকাতি করছিলো ৬-৭ জনের একটি ডাকাত দল। ডাকাতির শিকার হওয়া লোকজন ৯৯৯ -এ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ডাকাতদের ধাওয়া দেয়। ধাওয়া দেওয়ার সময় কনস্টেবল ওই ডাকাতকে ধরে ফেলে। পুলিশের হাত থেকে পালাতে ওই ডাকাত পুলিশ কনস্টেবলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় স্থানীয় লোকজন ও যানবাহনে থাকা লোকজন ডাকাতকে গণধোলাই দেয়। জনরোষ থেকে ডাকাতকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি আব্দুর রউফ সরকার বলেন, ডাকাত ধরতে গিয়ে পুলিশ কনস্টেবল রাকিব গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ডাকাতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মানিকগঞ্জ,ডাকাত,পুলিশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত