ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে দাদি-নাতনির মৃত্যু

ঈশ্বরগঞ্জে পানিতে ডুবে দাদি-নাতনির মৃত্যু

চার বছর বয়সী শিশু নাতনিকে কোলে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসলে নেমেছিল ৬৫ বছর বয়সী দাদি। এসময় দাদির উচ্চ রক্তচাপ ওঠলে কোলে থাকা নাতনিসহ দুজনই পানিতে ডুবে মারা যান।

আজ (১০ জুলাই) সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে। মারা যাওয়া দুজন হলেন- ওই এলাকার মেসুর উদ্দিনের স্ত্রী সাহেরা (৬৫) খাতুন ও নাতনি জান্নাত (০৪)।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে সাহেরা খাতুন নামে ওই নারী তাঁর নাতনি জান্নাতকে কোলে নিয়ে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে। এসময় গোসলে নেমে ওই নারীর উচ্চ রক্তচাপ ওঠে। একপর্যায়ে তাঁর কোলে থাকা নাতনিসহ দুজনেই পানিতে ডুবে যান। দীর্ঘসময় পর গোসল থেকে না ফিরলে পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখেন দাদি-নাতনির মরদেহ পুকুরে ভেসে উঠেছে।

এ বিষয়ে নিহত সাহেরা খাতুনের ছেলে ও নিহত শিশু জান্নাতের পিতা সুজন মিয়া বলেন - ' আম্মার আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে উচ্চ রক্তচাপের কারণেই পানিতে ডুবে মারা যান তিনি। তাঁর সঙ্গে আমার শিশু মেয়েটিরও মৃত্যু হয়েছে'।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন- ' পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে'।

পুকুর,গোসল,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত