ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পরিবেশের ভারসাম্য রক্ষায় টুঙ্গিপাড়ায় ১ হাজার বৃক্ষরোপন কর্মসূচী

পরিবেশের ভারসাম্য রক্ষায় টুঙ্গিপাড়ায় ১ হাজার বৃক্ষরোপন কর্মসূচী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের উদ্যোগে ১ হাজার বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষের চারা রোপন করে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়।

এ সময় গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল, কুশলী খান সাহেব শেখ মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার সাহা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মোল্লা ফজলুল হক মুকুল বলেন,বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সমাজিক দায়িত্বের অংশ হিসেবে এ বছর কৃষি ক্ষেত্রে সহায়তা প্রদান মূলক প্রকল্প ‘ ভারসাম্য নতুন জানালা’ বাস্তবায়সের উদ্যোগ গ্রহন করেছে। এই প্রকল্পের লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা, উন্নত পুষ্টিমান নিশ্চিত করণ এবং জলবায়ূ সহিষ্ণু টেকসই কৃষির প্রসার ঘটানো। পাশাপাশি বৃক্ষ রোপন করা।

ওই কর্মকর্তা আরো বলেন, এ প্রকল্পের অধীনে সারাদেশের ৫০ টি নির্বাচিত উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি উপজেলায় ১ হাজার করে সারদেশে মোট ৫০ হাজার ফলজ, বনজ ও স্থানীয় চাহিদার ভিত্তিতে অন্যান্য বৃক্ষ রোপন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।

গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত জন্মস্থান হিসেবে মডেল উপজেলা নির্বাচিত করে ১ হাজার বৃক্ষের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। আগামী ২০ জুলাইয়ের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলায় ১ হাজার বৃক্ষের চারা রোপন কর্মসূচী সফল করা হবে বলে জানান ওই ব্যাংক কর্মকর্তা ।

রোপন,কর্মসূচী,উদ্বোধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত