ঢাকা ০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে পিবিআই পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৬

সিরাজগঞ্জে পিবিআই পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৬

সিরাজগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই পুলিশ।

তারা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদ নগর বেপারিপাড়া গ্রামের আব্দুল্লাহ আল-মামুন (২৯), ছোনগাছা দক্ষিণ গ্রামের ইকবাল চৌধুরী বাবু (৫২), দত্তবাড়ী গ্রামের সাগর আলী ওরফে শহিদুল (৪০), টুকরা ছোনগাছা গ্রামের ইব্রাহীম মোন্নাফ (২৫), চিলগাছা গ্রামের বাবু মিয়া (৩২) ও পশ্চিম দত্তবাড়ি গ্রামের রুহুল আমিন (৩৭)। সোমবার সন্ধায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার (পিবিআই) রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি গভীর রাতে সিরাজগঞ্জে সদর উপজেলার খোড়ারগাঁতী গ্রামে কৃষক আমজাদ শেখের বাড়িতে মুখে মাফলার পেঁচিয়ে ৬ জন প্রবেশ করে।

এ সময় তারা পিবিআই পুলিশ পরিচয় দিয়ে ওই কৃষককে মাদক কারবারি বলে ভয়-ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। কিছুদিন পর আবারো একইভাবে তার কাছ থেকে ১০ হাজার টাকা ও ১০ আনা সোনা নেয়া হয়। এ বিষয়ে কৃষক আমজাদ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন।

এ মামলার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় রোববার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ৬ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, পিবিআইয়ের প্যাড ও একটি ট্যাব উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনায় জড়িত থাকার স্বীকারোক্তি দেয়।

চাঁদাবাজি,অভিযোগ,গ্রেফতার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত