ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাউফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু, আহত ১

বাউফলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু, আহত ১

পটুয়াখালীর বাউফলে ট্রাকটর দিয়ে জমি চাষ করতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে রহিম খান (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছে ও জাফর খান(৪৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রী কলেজের কাছের জমিতে এঘটনাটি ঘটেছে।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, কেশবপুর ডিগ্রী কলেজের কাছে জাফর খান দুপুরে ট্রাকটর দিয়ে জমি চাষ করছিল। আর তখন তার চাচা রহিম খান জমির আগাছা পরিস্কার করছিল। এসময় জমির পাশে থাকা বিদ্যুৎ খাম্বার টানার সাথে অসাবধানতাবসত চলন্ত ট্রাকটর লেগে বিদ্যুতের খম্বা থেকে একটি তার ছিড়ে নিচে পরে যায়।

এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে চাচা রহিম খান মারা যান এবং ভাতিজা জাফর খান গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েক লোক আহত জাফরকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। মৃত রহিম খানের বাবার নাম মৃত নুরু খান। তিনি তিন ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

বাউফল জরুরী বিভাগের চিকিৎসক ডা. সোহেব জানান, আহত জাফর খানে অবস্থাও শংকটাপন্ন।

কেশবপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ জমি চাষ করতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতের খামার টানার সাথে ট্রাকটর লেগে তার ছিড়ে নিচে পরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট,বৃদ্ধা,মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত