রংপুর-দিনাজপুর অঞ্চলে আমন ধানের ফসল বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১৯:৩১ | অনলাইন সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুর দিনাজপুর অঞ্চলে আমন ধানের ফসল বৃদ্ধিতে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় রংপুর এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে কর্মশালায় ব্রি এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসির চেয়ারম্যন, এনডিসি আব্দুল্লাহ সাজ্জাদ , ডিএই এর মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্রবিশ^াস, বারি এর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বিনা এর মহাপিরচালক ড. মির্জা মোফজ্জল ইসলাম, বিএএম ডাব্লিউ আরআই এর মহাপরিচালক ড. গোলাম ফারুক । এ অনুষ্ঠানে রংপুর দিনাজপুর অঞ্চলের কৃষি কর্মকর্তা  সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।