নাটোরে টাকার জেরে ‘কলা’ ব্যবসায়ীকে হত্যা
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১৪:৩৮ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোরে আবুল কালাম (৬০) নামে এক কলা ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার(১২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়ায় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম(৬০) একই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।স্থানীয়দের বরাতে সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, আবুল কালাম একই এলাকার কামাল উদ্দিনের কাছে কলা বাগান বিক্রি করেন।কামালের কাছে ২০ হাজার টাকা পাওনা ছিল।
পরে বুধবার সকালে আবুল কালাম পাওনা টাকা চাইতে গেলে কামাল উদ্দিনের সঙ্গে তার বাকবিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে গাছের ডাল দিয়ে কালামকে মাথায় আঘাত করে কামাল উদ্দিন। এতে ঘটনাস্থলেই কলা ব্যবসায়ী কালামের মৃত্যু হয়।
ঘটনার পর থেকে পলাতক রয়েছে কামাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল র্মগে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযানে নেমেছে বলে জানান তিনি।