সিরাজগঞ্জের তাড়াশ পৌর নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে তাড়াশ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা এবং
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), বিপিএম (বার), রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো.শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিম, ওসি শহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর আলম প্রমূখ। প্রার্থীদের মধ্যে নৌকা প্রতীকে মেয়র প্রার্থী আব্দুর রাজ্জাক, সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী আমিনা খাতুন, পুরুষ কাউন্সিলর বাবু তালুকদার প্রমুখ।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৪জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১২জন এবং পুরুষ কাউন্সিলর ৪৫ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।