ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দিনভর রাজপথে তৎপর এমপি জাফরের নেতৃত্ব আওয়ামী লীগের নেতাকর্মীরা

দিনভর রাজপথে তৎপর এমপি জাফরের নেতৃত্ব আওয়ামী লীগের নেতাকর্মীরা

কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ এর নেতৃত্বে বুধবার (১২ জুলাই) ভোর থেকে দিনভর রাজপথে সতর্ক অবস্থানে ছিল দলীয় নেতাকর্মীরা।

বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে পারে এমন খবরে চকরিয়ায় মহাসড়কে সম্ভাব্য নাশকতা ঠেকাতে গতকাল বুধবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সতর্ক অবস্থান নেয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে পূর্বঘোষণা থাকলেও সোমবার দিনভর মাঠে দেখা যায়নি বিএনপি বা সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীকে।

আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, বুধবার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে মহাসড়কে নাশকতার চেষ্টা চালাবে। এমন আশঙ্কা থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এতে নেতৃত্ব দেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম। এ সময় সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, আওয়ামী লীগ নেতা এম আর চৌধুরী, মোহাম্মদ মুছা, ফিরোজ আহমদ চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, ওয়ালিদ মিলটন, নজরুল ইসলাম, চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, সিকান্দার বাদশা নাগু সওদাগর, ইউপি চেয়ারম্যান খ ম বুলেট, জামাল হোসেন চৌধুরী, খুটাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক বাহাদুর হক, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান বিশিষ্ট ঠিকাদার আবদুল হাকিম, উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ হায়দার আলী, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো. বশির আলম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধলুসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, পৌরসভার সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘বিএনপি মাঠে নেমে নাশকতা চালাবে এমন আশঙ্কায় এমপি জাফর আলমের নির্দেশে চকরিয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনভর মহাসড়কের চকরিয়ার ২৯ কিলোমিটারজুড়ে অন্তত ১০টি পয়েন্টে সতর্ক অবস্থান নেয়। বিএনপির অপতৎপরতার বিরুদ্ধে এদিন সকালে পৌরশহরে বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন এমপি জাফর আলম। এতে সারাদিন দেখা যায়নি বিএনপি বা সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীকে।’

এ ব্যাপারে কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম বলেন, ‘চকরিয়া-পেকুয়ায় আন্দোলনের নামে কোন নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর বিন্দুমাত্রও সুযোগ দেওয়া হবে না স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত চক্রকে। সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথ থাকবে আওয়ামী লীগ নেতাকর্মীদের দখলে।

কক্সবাজার,জাফর আলম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত