জমি বিক্রির পাওনা টাকা চেয়ে প্রাণ হারালো নারী 

প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ২০:৩৫ | অনলাইন সংস্করণ

  নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে জমি বিক্রির টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে শাফিয়া খাতুন(৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। 

বুধবার (১২ জুলাই) সকালে উপজেলার  খারুয়া ইউনিয়নের  কোনাভাঙ্গারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী একই গ্রামের মৃত ছোবানের স্ত্রী।  

নিহতের ছেলে সুমন মিয়া জানান, প্রায় ২৫ দিন আগে প্রতিবেশী কাসেমের কাছে ৩ শতাংশ জমি বিক্রি করেন। কিছু  টাকা বাকী রেখে বিশ্বাস করে দলিল রেজেস্ট্রি করে দেন। তার মা শাফিয়া খাতুন জমি বিক্রির বাকী পাওনা টাকা জন্য বারবার কাসেমের বাড়িতে গিয়ে তাগাদা দেন। পরে কাসেম টাকা বাকি থাকার বিষয়টি অস্বীকার করে বলেন- জমি কিনেছি দলিল হয়েছে এখন আবার কিসের টাকা। 

এ নিয়ে শাফিয়া খাতুনের সঙ্গে কাসেমের  তর্ক বিতর্ক হয়। এতে কাসেম ও স্বজনরা ক্ষীপ্ত হয়ে  বুধবার সকালে শাফিয়ার বাড়িতে এসে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে আহত করে। পরে স্থানীয়দের সহযোগীয় নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাফিয়া খাতুন মারা যান।

এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।