কাউখালীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৫:১২ | অনলাইন সংস্করণ

  কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে খালে গোসল করতে নেমে ভাইয়ের সামনেই মো. ওবায়দুল্লাহ (১৪) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরিরা লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের গারতা খালে। নিখোঁজ মাদরাসা ছাত্র ওবায়দুল্লাহ উপজেলার সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামের মাওলানা জাকির হোসেনের ছেলে এবং গারতা এহইয়ায়ে উলূমূদ্দিন কওমী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। 

নিখোঁজ মাদরাসা ছাত্রের পিতা কাউখালী কেন্দ্রীয় আলিম মাদরাসার শিক্ষক। ওই মাদরাসার মোহতারিম আ: মান্নান জানান, ওই দিন সকালে শিক্ষার্থীরা তাদের পাঠ সেরে ঘুমায়। বেলা সাড়ে ১১টার দিকে ঘুম থেকে উঠে ১৪-১৫ জন স্থানীয় গারতা খালের ষ্টিল ব্রীজ সংলগ্ন মাদরাসার ঘাটে গোসল করতে যায়। তখন ওই মাদরাসার শিক্ষক হাফেজ কামরুল ইসলাম খালের পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মৃত ওবায়দুল্লাহর ছোট ভাই সেফাত উল্লাহ তার সাথে গোসল করতে একত্রে খালে নেমেছিল। হঠাৎ খালে ভাটার পানির সাথে ওই ছাত্রটি নিখোঁজ হয়। বিষয়টি ওই শিক্ষক সবাইকে জানালে মাদরাসার মোহতারিম ফায়ার সার্ভিসে খবর দেন। 

উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মাকসুদুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে আমরা সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। পরে বরিশাল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান চালায়। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি নিখোঁজ শিশুটির লাশ খাল থেকে উদ্ধার করে। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের তিন ঘন্টা পর শিশুটির লাশ উদ্ধার করে।