তিস্তা নদীর পানি বিপদসীমার ১৯ সে: মি: উপরে

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৬:১৮ | অনলাইন সংস্করণ

  হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

ভারী বৃষ্টিপাতের কারণে ও উজানের নেমে আসা ঢলে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৯ সে: মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়েছে নিম্নাঞ্চলের পরিবারগুলো। নষ্ট হচ্ছে আমন ধানের বীজতলা। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট।  

বুধবার (১২ জুলাই) দিনগত রাত থেকে বাড়তে শুরু করে তিস্তা নদীর পানি। নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে থাকে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে বৃহস্পতিবার সকালে পানি প্রবাহের রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)। যা বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার নদী এলাকার ৬টি ইউনিয়নের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। 

গড্ডিমারী ইউনিয়নের পানিবন্দি এলাকার শফিকুল ও শাহ আলমসহ অনেকে বলেছেন, গৃহপালিত গবাদী পশু নিয়ে নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন মানুষ। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আমন ধানের বীজতলা নষ্ট হচ্ছে।