উখিয়ায় ১৮০ ফুট গাছসহ ২ টি অবৈধ স'মিল জব্দ
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৯:৪৫ | অনলাইন সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
উখিয়ার পালংখালী ইউনিয়নে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ২ টি অবৈধ স'মিলসহ ১৮০ ঘনফুট গাছ জব্দ করেছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই )উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছালেহ আহমদ পালংখালীর গৌজগোনা এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছালেহ আহমদ জানান, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গৌজগোনা এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা স'মিল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় ১৮০ ফূট বিভিন্ন প্রজাতির গাছসহ ২ টি স'মিলের যন্ত্রাংশ জব্দ করা হয়। এই ব্যাপারে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবেশ প্রতিপত্তি রক্ষায় উচ্ছেদ অভিযানের ধারা অব্যাহত রাখা হবে।
অভিযানকালে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, বিট কর্মকর্তা (থাইংখালী) বিকাশ দাশ,বিট কর্মকর্তা (দোছড়ী) রাকিব হোসেন,বিট কর্মকর্তা (সদর) সাজ্জাদ, বিট কর্মকর্তা (ওয়ালাপালং) রনিসহ থানা ও গ্রাম পৃলিশবৃন্দ।