সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার কলেজ রোড এলাকায় একটি বাসার তৃতীয় তলা থেকে যুবতী সাদিয়া খাতুনের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত যুবতী ৭/৮ মাস ধরে ওই সড়কের ডাঃ লুৎফর রহমানের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতো এবং একই এলাকার একটি বেসরকারি ক্লিনিকে চাকুরি করতো। বুধবার রাত আনুমানিক ৩ টার দিকে ওই রুমের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে।
পুলিশ বৃহস্পতিবার দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।