সখীপুর উপজেলার নকিল বিলে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার অবৈধ বেরজাল পুড়িয়ে দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার রাত দেড়টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনজুরুল মোর্শেদ। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নকিল বিলে নিষিদ্ধ বেরজাল দিয়ে অবৈধভাবে পোনামাছ মারার অভিযোগ পায় প্রশাসন। পরে অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫টি বেরজাল জব্দ করে সেগুলো পুড়িয়ে দেওয়া হয়।
মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, আষাঢ় -শ্রাবণ মাসে ৯ ইঞ্চি বা ২৩ সেমি র নিচে প্রাকৃতিক জলাশয় হতে রুই-কাতলা মাছের পোনা আহরণ নিষিদ্ধ এবং নির্ধারিত মেশ সাইজ (জালের ফাঁস) তথা ২.৫ সেমি এর ছোট ফাঁস বিশিষ্ট জাল ব্যবহার নিষিদ্ধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুরুল মোর্শেদ বলেন, নিষিদ্ধ জাল দিয়ে অবৈধভাবে পোনা মাছ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।