ঢাকা ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে পৃথক ঘটনায় নিহত ২

ঈশ্বরদীতে পৃথক ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে রাব্বি ফকির ( ২৪) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। অপর দিকে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত।

শুক্রবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের নলগাড়ি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে রাব্বি ফকির নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ রাব্বি ফকির উপজেলার সাহাপুর ইউনিয়নের ফকির পাড়া গ্রামের জামরুল ফকিরের ছেলে এবং পেশায় একজন দিনমজুর। নিখোঁজ রাব্বি ফকিরের স্বজনরা জানায়, শুক্রবার বেলা ১২ টার দিকে রাব্বি তার চাচাতো ভাইসহ কয়েক জনকে সাথে নিয়ে নলগাড়ি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যায়।

স্বজনরা খুঁজাখুঁজি করে রাব্বি ফকির কে না পেয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ঈশ্বরদী ফায়ার সার্ভিসের সদস্যরা ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিদল এবং স্হানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে এই সংবাদ লেখা পযন্ত নিখোঁজ রাব্বি ফকিরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

অপর দিকে ঈশ্বরদীতে উপজেলার পাকশী ইউনিয়নের জিগাতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল করিম (৫৬) নামে পথচারী নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পাকশী ইউনিয়নের জিগাতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ঐ এলাকায় মৃত হোসেন উদ্দিনের পুত্র এবং বিবিসি বাজারের পান বিক্রাতা।

পাবনা,যুবক,নিখোঁজ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত