যশোরের বেনাপোলে একটি ভবনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
শুক্রবার বিকাল ৫ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। বিস্ফোরিত ভবনটির মালিকের নাম শাহিন, পিতা: তরিকুল ইসলাম।
বেনাপোল ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রতন কুমার দেবনাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শক্তিশালী ককটেল বিস্ফোরণে ওই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, বেনাপোল স্থলবন্দর এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হয়েছে। তবে এটি ককটেল নাকি গ্যাস সিলিন্ডার সেটি এখনো নিশ্চিত নয়। ওই ভবনে শ্রমিকরা ভাড়া থাকেন। বিস্ফোরণের সময় ভবনটি তালাবদ্ধ ছিল। কেউ হতাহত হয়নি।