সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ২০:১৮ | অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
তারা হলো, বেলকুচি উপজেলার মবুপুর গ্রামের মৃত সদের উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৬০) ও গাইবান্ধার উজান বোচাগাড়ী গ্রামের আজিজার রহমান ভোলার ছেলে মঞ্জু মিয়া (৪৪)। ওসি (ডিবি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্প্রতিবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।