নির্বাচন এলেই বিএনপির মৌসুমী নেতারা ভোট চায় : সাইমুম সরওয়ার

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১৬:০৫ | অনলাইন সংস্করণ

  রামু (কক্সবাজার) প্রতিনিধি

তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার সদর-রামু- ঈদগাওঁ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- দেশী-বিদেশী চক্র আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। অথচ মধ্যপাচ্যের কোথাও গণতন্ত্র নেই।

বিএনপি ক্ষমতায় এলে এদেশে অস্ত্রের ঝনঝনানি বেড়ে যায়। ৬ ট্রাক, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার হয়। দেশ আগানিস্তান-পাকিস্তানের মতো হয়। যেখানে এখন ঘরে ঘরে মেশিনগান আর বোমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন জঙ্গিবাদমুক্ত,সম্প্রীতির বাংলাদেশ। 

পৃথিবীর দ্রততম উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ ২য়তম। বিশ্বমন্দার পরও বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা রয়েছে। যারা সরকারের সমালোচনা করে, তারা একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বৈরাচারের মদতদাতা। নির্বাচন এলেই বিএনপির মৌসুমী নেতারা ভোট চায়। 

শুক্রবার (১৪ জুলাই) বিকালে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রামু উপজেলা সভাপতি এডভোকেট মোজাফফর আহমদ হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি, কক্সবাজার জেলার আহবায়ক মো. রহিম উদ্দিন।

শুক্রবার বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে দীর্ঘ সাড়ে ১৭ বছর পর অনুষ্ঠিত রামু উপেজলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড. মো. জমির উদ্দিন সিকদার, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এডভোকেট মশিউর রহমান, জাবেদুল আজম মাসুদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি কক্সবাজার জেলার সদস্য সচিব এডভোকেট একরামুল হুদা।

সম্মেলন শেষে রাত ৯টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিলরদের মতামতে আগামী তিন বছরের জন্য রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড. মো. জমির উদ্দিন সিকদার। রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত এ কমিটিতে তপন মল্লিক সভাপতি,  আবু বক্কর ছিদ্দিক সাধারণ সম্পাদক ও আনছারুল হক ভূট্টো সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।