নাটোরের নলডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে দুই দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার(১৫ জুলাই) বেলা ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার হাপানিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, শনিবার(১৫ জুলাই) বেলা ১১টার দিকে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এক অভিযান পরিচালনা করেন।
এসময় কৃষ্ণা স্টোরের স্বত্বাধিকারী দেবাশিষ রায়কে ৫১ ধারায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা ও একই বাজার এলাকায় বন্ধন স্টোরের স্বত্বাধিকারী শিব শঙ্কর মানিকে ৩৭ ধারায় পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।