ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রায়পুরায় ১০১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক 

রায়পুরায় ১০১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক 

নরসিংদীর রায়পুরা উপজেলার জাহাঙ্গীরনগর এলাকা হতে ১০১০ (একহাজার দশ পিস) ইয়াবাসহ স্বপন মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছেন রায়পুরা থানা পুলিশ।

শনিবার (১৫ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

এসময় তিনি জানান, জেলা পুলিশ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বিভিন্ন সময়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৩ টায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এর নেতৃত্বে উপপরিদর্শক আমিনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল অভিযান পরিচালনা করে রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীর নগর পশ্চিম পাড়া (কুমড়া বিল) গ্রাম হতে অত্র গ্রামের মৃত ফজর আলীর ছেলে মোঃ স্বপন মিয়া (৪৫) কে ১,০১০ (একহাজার দশ) পিস ইয়াবাসহ আটক করেন।

তিনি আরও জানান, আটককৃত ব্যক্তি এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। সে অন্য জেলা থেকে মাদক ক্রয় করে এনে বিভিন্ন জায়গায় বিক্রি করত। এর আগেও সে মাদকসহ বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলো। তার বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক, হত্যার চেষ্টা ও নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

মাদক,কারবারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত