সৌদিতে আগুনে পুড়ে নিহত ওবাইদূরের বাড়ি নাটোরে
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১৮:০১ | অনলাইন সংস্করণ
নাটোর প্রতিনিধি
সৌদি আরবের মদিনার একটি সোফা কারখানায় আগুনে পুড়ে নিহত ওবাইদুল হক (৩৩) নাটোরের নলডাঙ্গার বাড়িতে চলছে শোকের মাতম।
গতকাল শুক্রবার (১৪ জুলাই) দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত ওবাইদুল হক (৩৩) নাটোরের নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।
নিহতের মা রাহেলা বিবি ও ফুফাতো ভাই জানান, অভাবী পরিবারে সাত ভাই ও বোনের মধ্যে ওবাইদুল ছিল সবার ছোট। সংসারের অভাব মেটাতে ধার দেনা করে ২০১৯ সালে সৌদি আরবে পাড়ি জমায় সে। সেখানকার দাম্মামের হুফুফ শহরের একটি ফার্নিচার কারথানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন তিনি।
সেখানে কাজ করে ধার দেনা পরিশোধ করেছিলেন। এবার তার পালা ছিল স্বপ্ন পূরণের। কয়েকদিন আগেও তিনি মোবাইল ফোনে মা রাহেলা বিবির সাথে শেষ কথা বলেন। তখন ওবাইদুল ভালো আছে বলেও জানিয়েছিল। কিন্তু আজ শনিবার সকালে তিনি ওবাইদুলের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে তার মৃত্যর খবর পান পরিবার।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা খাতুন জানান, তিনি স্থানীয় ইউপি চেয়ার্যমান সোহরাব হোসেনের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। পরিবারের সদস্যরা মরদেহ ফিরে পাওয়ার জন্য একটি লিখিত আবেদন করেছেন।