উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে শিশুসহ আহত ৫
প্রকাশ : ১৫ জুলাই ২০২৩, ১৮:১৮ | অনলাইন সংস্করণ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধ্বসে দুই পরিবারে শিশুসহ ৫ জন আহত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পে এ পাহাড় ধ্বসে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, গত ৩ দিন ধরে ভারী বৃষ্টির প্রভাবে ৮ নম্বর ক্যাম্পের ইষ্টের বি-২৬ ব্লকে মো: ফারুক মোসাদ্দেক ও আব্দুল মোন্নাফ নামের দুই রোহিঙ্গার বসতি ঘরের উপর পাহাড় ধ্বসে শিশুসহ ৫ জন আহত হয়।
আহতরা হলেন, মোহাম্মদ সাদিকের স্ত্রী মোছাম্মদ সুবুরা (২৩) ওমর ফারুক (২৭) মেয়ে উম্মে রুম্মান (২) খাইরুল হক (৮) ও ওমর (৯)।
কক্সবাজার ৮ (এপিবিএন) আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বিপিএম, পাহাড় ধ্বসের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,পাহাড় ধ্বসের ঘটনায় আহত ৫ জনের মধ্যে উম্মে রুম্মান নামে ২ বছরের রোহিঙ্গা মেয়েকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) ফারুক আহমদ জানান, পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের অন্যান্য সদস্যদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।