সিরাজগঞ্জের সলংগা থানার সূত্রধরপাড়া গ্রামের যুবক শ্রী বিজয়ের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের শ্রী বিশ্বনাথ সূত্রধরের ছেলে এবং দোকান ব্যবসায়ী। সলংগা থানার এসআই নাইমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ওই যুবকের পরিবারের বরাদ দিয়ে আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত বিজয় বেশকিছুদিন ধরে বাবার কাছে একটি মটোরসাইকেল কিনে দেয়ার চাপ সৃষ্টি করে।
কিন্তু বাবার আর্থিক সংকটের কারণে এ মটোর সাইকেল কিনে দিতে অস্বীকার করে। এরই জের ধরে শুক্রবার রাতে ওই যুবক বাড়ির দোকান ঘরের তীরের সাথে গলায় দড়ি আত্মহত্যা করে। পুলিশ শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।