ঢাকা ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ওষুধ কোম্পানির সেলস কর্মকর্তা গলাকেটে হত্যা আটক ১

ওষুধ কোম্পানির সেলস কর্মকর্তা গলাকেটে হত্যা আটক ১

কক্সবাজারের চকরিয়ায় এরশাদ আলী (২৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত এরশাদ আলী কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকার বাসিন্দা। তিনি বেসরকারি ঔষধ কোম্পানি হেল্থ কেয়ারের সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) পদে চকরিয়ায় কর্মরত ছিলেন।

শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আভ্যন্তরে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আশিক বিল্লাহ (৩৪) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে।

তিনি একই ঔষধ কোম্পানির চকরিয়া ডিপোর অধিনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) এমআর পদে কর্মরত রয়েছেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। পুলিশের দাবি, এরশাদ আলী হত্যাকান্ডের পর তারসহকর্মী আটককৃত আশিক বিল্লাহর গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতাল মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে অন্ধকারে কিছু লোক ধস্তাধস্তি করতে দেখা যায়। এক পর্যায়ে তারা সেখানে একজনকে গলায় জবাই করে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘাসের উপর রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শী একজন চিৎকার দেন।

এ সময় অন্যান্য প্রত্যক্ষদর্শীরাও এসে দেখতে পায় এক যুবকের নিথর দেহ ঘাসের উপর পড়ে আছে। এ সময় ঘটনাস্থলের পাশ থেকে এক যুবক একটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে জানাযায় আটককৃত ব্যক্তির নাম আশিক বিল্লাহ। তিনি খুন হওয়া এরশাদ আলীর একই ঔষধ কোম্পানি হেল্থ কেয়ারের চকরিয়া ডিপোর অধিনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ (এমআর) এমআর পদে কর্মরত রয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আশিক বিল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।

চকরিয়া থানার ওসি (তদন্ত) মো আবদুল জব্বার বলেন, খুনের ঘটনার পর ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়। পরে কক্সবাজার থেকে সিআইডি’র ক্রাইমসিন টিমের সদস্যরা রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতের মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

যুবক,গলাকেটে,হত্য্যা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত