ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাভারে তিতাস কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

সাভারে তিতাস কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

সাভারে বিভিন্ন এলাকায় বাসা-বাড়িতে রান্নার কাজে ১০ দিন ধরে গ্যাস না পেয়ে তিতাস কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

রোববার দুপুরে সাভারের শিমুলতলায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের অফিস ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন তারা।

বিক্ষুব্ধ এলাকাবাসীর অভিযোগ, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরালীসহ প্রায় দশটি গ্রামে দশ দিন ধরে গ্যাস সংকট দেখা দিয়েছে। এ কারণে চরম অসুবিধায় পড়েছেন এলাকাবাসী। অনেকেই হোটেল থেকে খাবার এনে খাচ্ছেন। এতে বেশী দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের গার্মেন্টস শ্রমিকরা। দশ দিনেও বিষয়টি সমাধান না হওয়ায় বিক্ষোভে নামতে বাধ্য হয়েছেন তারা।

এসময় বিক্ষোভকারীরা সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালে মুহাম্মদ খাদেমুদ্দীনকে অবরোধ করে রাখেন। পরে তিনি আজকের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা ফিরে যান।

প্রসঙ্গত, সাভার ও আশুলিয়ায় বিভিন্ন বাসা-বাড়ি ও কলকারখানায় অবাধে ব্যবহৃত অবৈধ গ্যাস সংযোগের কারণে রান্নার কাজে এখন লাইনে গ্যাস পাচ্ছেন না বৈধ গ্রাহকরা।

সাভার,বিক্ষোভ,তিতাস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত