ডিবির অভিযানে ৫ ডাকাত গ্রেফতার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ
সাভার প্রতিনিধি
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫ ডাকাত গেপ্তার হয়েছেন। রোববার দুপুরে সাভারে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের কাছে বিষয়টি জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাহেব আলী (৩৫) রইছ উদ্দিন (৫৫), তারেক আলী মৃধা (২৫), মো. লালচান (২২), হাফিজুর রহমান (৩৮)।
গোয়েন্দা পুলিশের ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, গত ২৮ জুন ঢাকার আফতাব নগরে গরুর গরু বিক্রি করে রাতে একটি ট্রাকে করে জামালপুরে যাচ্ছিলেন গরু ব্যবসায়ী আবেদীন ফকিরসহ কয়েকজন। পথে ধামরাইয়ে একদল সশস্ত্র ডাকাত ট্রাকে উঠে গরু ব্যবসায়ীদের হাত-পা বেঁধে মারধর করে সাথে থাকা নগদ ২৭ লক্ষ টাকা ও মালামাল লুট করে।
পরে ভুক্তভোগীরা ধামরাই থানায় মামলা দায়ের করলে ডিবি পুলিশ রোববার ভোররাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একলক্ষ সত্তর হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে উক্ত ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে বলে স্বীকার করেন। এই চক্রের অন্যান্য সদস্যদেরও গ্রেপ্তাররের চেষ্টা চলছে বলে জানান ডিবির ওসি।